আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ফোনালাপে পুতিন-ট্রাম্প

- আপডেট সময় ০৭:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 52
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে এক টেলিফোন আলোচনার খবর সামনে এসেছে। ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সরাসরি কথা। এই তথ্যটি নিজেই জানিয়েছেন ট্রাম্প, যা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
ট্রাম্প বলেন, পুতিন মানবিক দিক থেকে যুদ্ধ বন্ধ করতে চান এবং মৃত্যুর মিছিল থামাতে উদ্যোগী। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিন বা ওয়াশিংটনের পক্ষ থেকে।
এয়ার ফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টের বিমান) বসে ট্রাম্প এই সাক্ষাৎকারটি দিয়েছেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুতিনের সঙ্গে যোগাযোগ কতবার হয়েছে, তা জানানো উচিত নয়। তবে, তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহী।”
গত মাসে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এদিকে, ট্রাম্প শীঘ্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় বার্ষিকী, যখন হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই ইউক্রেনের নাগরিক।