১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 92

ছবি সংগৃহীত

 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করে। এরপরই ইসরায়েল পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে পাঁচবার বন্দি বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, প্রথম দফার যুদ্ধবিরতি মার্চের শুরু পর্যন্ত চলবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির প্রস্তাব দেওয়ায় এই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে মিশরে পাঠানো হবে, সেখান থেকে তারা অন্য দেশে নির্বাসনে যাবেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে হামাসের শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইয়াদ আবু শাখদাম, যিনি ২১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পশ্চিম তীরে বন্দিরা পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

 

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করে। এরপরই ইসরায়েল পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে পাঁচবার বন্দি বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, প্রথম দফার যুদ্ধবিরতি মার্চের শুরু পর্যন্ত চলবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির প্রস্তাব দেওয়ায় এই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে মিশরে পাঠানো হবে, সেখান থেকে তারা অন্য দেশে নির্বাসনে যাবেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে হামাসের শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইয়াদ আবু শাখদাম, যিনি ২১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পশ্চিম তীরে বন্দিরা পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।