০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 163

ছবি সংগৃহীত

 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করে। এরপরই ইসরায়েল পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে পাঁচবার বন্দি বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, প্রথম দফার যুদ্ধবিরতি মার্চের শুরু পর্যন্ত চলবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির প্রস্তাব দেওয়ায় এই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে মিশরে পাঠানো হবে, সেখান থেকে তারা অন্য দেশে নির্বাসনে যাবেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে হামাসের শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইয়াদ আবু শাখদাম, যিনি ২১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পশ্চিম তীরে বন্দিরা পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

 

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করে। এরপরই ইসরায়েল পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে পাঁচবার বন্দি বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, প্রথম দফার যুদ্ধবিরতি মার্চের শুরু পর্যন্ত চলবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির প্রস্তাব দেওয়ায় এই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে মিশরে পাঠানো হবে, সেখান থেকে তারা অন্য দেশে নির্বাসনে যাবেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে হামাসের শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইয়াদ আবু শাখদাম, যিনি ২১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পশ্চিম তীরে বন্দিরা পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।