০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

চীনের নতুন রহস্যময় সাবমেরিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 103

ছবি সংগৃহীত

 

চীন আবারও পশ্চিমা বিশ্লেষকদের চমকে দিয়েছে এক রহস্যময়, অত্যাধুনিক সাবমেরিনের মাধ্যমে। স্যাটেলাইট চিত্রে একটি শিপইয়ার্ডে দেখা মিলেছে এর, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সাবমেরিনটির কাঠামো পালবিহীন ও কমপ্যাক্ট, সঙ্গে X-আকৃতির রাডার, যা পরীক্ষামূলক নতুন ডিজাইন হিসেবে দেখা যাচ্ছে। আনুমানিক ৪৫ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত এ যানটি বিশেষ মিশনের জন্য তৈরি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এটি চালকবিহীন (XLUUV) নাকি মানবচালিত আক্রমণাত্মক সাবমেরিন, তা স্পষ্ট নয়। যদি এটি চালকবিহীন হয়, তবে এটি হবে বিশ্বের বৃহত্তম, যা মার্কিন Orca XLUUV-এর তুলনায় আট গুণ বড়। চীন ইতোমধ্যে নৌ-ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী, যা এই প্রকল্পেও প্রতিফলিত হতে পারে।

তবে টর্পেডো টিউব ও সম্ভাব্য টোয়েড সোনার অ্যারের উপস্থিতি এটি সামরিক অভিযানের জন্য তৈরি বলে ধারণা করা হয়। বিশেষ বাহিনী বা সমুদ্রতলের যুদ্ধ মিশনের জন্যও ব্যবহার হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 

নিউজটি শেয়ার করুন

চীনের নতুন রহস্যময় সাবমেরিন

আপডেট সময় ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

চীন আবারও পশ্চিমা বিশ্লেষকদের চমকে দিয়েছে এক রহস্যময়, অত্যাধুনিক সাবমেরিনের মাধ্যমে। স্যাটেলাইট চিত্রে একটি শিপইয়ার্ডে দেখা মিলেছে এর, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সাবমেরিনটির কাঠামো পালবিহীন ও কমপ্যাক্ট, সঙ্গে X-আকৃতির রাডার, যা পরীক্ষামূলক নতুন ডিজাইন হিসেবে দেখা যাচ্ছে। আনুমানিক ৪৫ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত এ যানটি বিশেষ মিশনের জন্য তৈরি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এটি চালকবিহীন (XLUUV) নাকি মানবচালিত আক্রমণাত্মক সাবমেরিন, তা স্পষ্ট নয়। যদি এটি চালকবিহীন হয়, তবে এটি হবে বিশ্বের বৃহত্তম, যা মার্কিন Orca XLUUV-এর তুলনায় আট গুণ বড়। চীন ইতোমধ্যে নৌ-ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী, যা এই প্রকল্পেও প্রতিফলিত হতে পারে।

তবে টর্পেডো টিউব ও সম্ভাব্য টোয়েড সোনার অ্যারের উপস্থিতি এটি সামরিক অভিযানের জন্য তৈরি বলে ধারণা করা হয়। বিশেষ বাহিনী বা সমুদ্রতলের যুদ্ধ মিশনের জন্যও ব্যবহার হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।