শিরোনাম :
সিরিয়ায় ২০১১ সালের দারা ঘটনার দায়ী গোয়েন্দা কর্মকর্তা আটক
সিরিয়ার নিরাপত্তা বাহিনী দারা শহরের ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত সাবেক গোয়েন্দা কর্মকর্তা আতেফ নাজিবকে আটক করেছে। তিনি ২০১১ সালে দেশটির গোয়েন্দা সংস্থার দারা শাখার প্রধান ছিলেন।
সেই সময়, আরব বসন্তের ঢেউ সিরিয়াতেও আঘাত হানে। দারা শহরের কয়েকজন কিশোর দেওয়ালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে স্লোগান লিখলে, তাদের আটক ও নির্যাতনের অভিযোগ ওঠে আতেফ নাজিবের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়।
আটকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, দীর্ঘ এক যুগ পর তাকে আইনের আওতায় আনা হয়েছে। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই গ্রেপ্তার নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।