০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’: কিম জং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 58

ছবি: সংগৃহীত

 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ (বুধবার) পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’ উল্লেখ করে কিম বলেন, ২০২৫ সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর।
উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করা আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জন-উন এ হুঁশিয়ারি দিলেন। তিনি আরো বলেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদি অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রস্তুতি শক্তিশালী করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর কোরিয়া একটি কৌশলগত গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়া বলে আসছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশেষ করে দক্ষিণ কোরিয়ার হুমকি প্রতহিত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করছে।

ট্রাম্প তার আগের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে তিন দফা সাক্ষাৎ করেন; কিন্তু এসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা-উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি

নিউজটি শেয়ার করুন

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’: কিম জং

আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ (বুধবার) পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’ উল্লেখ করে কিম বলেন, ২০২৫ সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর।
উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করা আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জন-উন এ হুঁশিয়ারি দিলেন। তিনি আরো বলেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদি অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রস্তুতি শক্তিশালী করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর কোরিয়া একটি কৌশলগত গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়া বলে আসছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশেষ করে দক্ষিণ কোরিয়ার হুমকি প্রতহিত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করছে।

ট্রাম্প তার আগের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে তিন দফা সাক্ষাৎ করেন; কিন্তু এসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা-উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি