০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :

দ্বিতীয় মেয়াদেও প্রথম সফরে সৌদি আরব যেতে পারেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন। তাঁর প্রথম মেয়াদেও এই দেশেই শুরু হয়েছিল বিদেশ সফরের যাত্রা।

গত শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প নিজেই এ ইঙ্গিত দেন। ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম সফর যুক্তরাজ্যে হলেও ট্রাম্পের ক্ষেত্রে সৌদি আরব অগ্রাধিকার পাচ্ছে।

ট্রাম্প জানান, তাঁর আগের সফর সৌদি আরবের সঙ্গে শত কোটি ডলারের বাণিজ্য চুক্তির ভিত্তিতেই হয়েছিল। এবারও তেমন কোনো প্রস্তাব আসলে তিনি আবারও সৌদি আরব সফর করবেন বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার। জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল। প্রথম মেয়াদে ২০১৭ সালে সৌদি আরব সফরের সময় ট্রাম্পের তরবারি নৃত্য বেশ আলোচিত হয়েছিল।

এবারের মেয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রস্তাব যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় মেয়াদেও প্রথম সফরে সৌদি আরব যেতে পারেন ট্রাম্প

আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন। তাঁর প্রথম মেয়াদেও এই দেশেই শুরু হয়েছিল বিদেশ সফরের যাত্রা।

গত শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প নিজেই এ ইঙ্গিত দেন। ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম সফর যুক্তরাজ্যে হলেও ট্রাম্পের ক্ষেত্রে সৌদি আরব অগ্রাধিকার পাচ্ছে।

ট্রাম্প জানান, তাঁর আগের সফর সৌদি আরবের সঙ্গে শত কোটি ডলারের বাণিজ্য চুক্তির ভিত্তিতেই হয়েছিল। এবারও তেমন কোনো প্রস্তাব আসলে তিনি আবারও সৌদি আরব সফর করবেন বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার। জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল। প্রথম মেয়াদে ২০১৭ সালে সৌদি আরব সফরের সময় ট্রাম্পের তরবারি নৃত্য বেশ আলোচিত হয়েছিল।

এবারের মেয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রস্তাব যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।