টিভি উপস্থাপক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির মাধ্যমে তার নিয়োগ অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হেগসেথের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। ডেমোক্র্যাটরা তার নিয়োগের বিরুদ্ধে তীব্র আপত্তি জানালেও কয়েকজন রিপাবলিকান সদস্যও বিরোধিতা করেন।
ভোটাভুটিতে হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে সমান ভোট পড়ে। এ অবস্থায় সিনেটের নিয়ম অনুযায়ী, ফলাফল নির্ধারণে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি হেগসেথের পক্ষে ভোট দেওয়ায় তার নিয়োগ চূড়ান্ত হয়।
মার্কিন ইতিহাসে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেকিং ভোটে কোনো মন্ত্রীর নিয়োগ চূড়ান্ত হলো। পিট হেগসেথ, যিনি একসময় টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন, এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষানীতির নেতৃত্বে আসছেন।