শিরোনাম : 
                    
                    ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির নিরস্ত্রীকরণ অঞ্চলের ভেতরে নির্মাণ কাজ চালাচ্ছে
                              							  খবরের কথা ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় ০৯:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
 - / 70
 
সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির দখলকৃত অংশ এবং সিরিয়ার মধ্যে থাকা নিরস্ত্রীকরণ অঞ্চলের (ডিমিলিটারাইজড বাফার জোন) ভেতরে নির্মাণ কাজ চালাচ্ছে।
স্যাটেলাইট চিত্রে দেখা যায়, নির্মাণ কাজটি ‘এরিয়া অব সেপারেশন’ (AoS) হিসেবে পরিচিত এলাকার প্রায় ৬০০ মিটার ভেতরে অবস্থিত।
১৯৭৪ সালের ইসরায়েল-সিরিয়া অস্ত্রবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল এরিয়া অব সেপারেশনের পশ্চিম সীমানায় থাকা আলফা লাইনের ওপারে প্রবেশ করতে পারে না।
বিবিসি এই চিত্র নিয়ে ইসরায়েল সেনাবাহিনীর-এর কাছে জানতে চাইলে, তারা জানায় যে তাদের বাহিনী দক্ষিণ সিরিয়ার নিরস্ত্রীকরণ অঞ্চলে এবং কৌশলগত স্থানগুলোতে কাজ করছে, যা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয়।
																			
																		
										













