শিরোনাম :
সিরিয়ার নতুন সরকার তর্তুস বন্দর আধুনিকীকরণের চুক্তি বাতিল করেছে
সিরিয়ার নতুন সরকার রাশিয়ার কোম্পানি স্ট্রয়ট্রান্সগ্যাসের সঙ্গে ২০১৯ সালে স্বাক্ষরিত তর্তুস বন্দর আধুনিকীকরণের ৪৯ বছরের চুক্তি বাতিল করেছে।
চুক্তির অধীনে রুশ কোম্পানিটি তর্তুস বন্দরের পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা ছিল এবং এর বিনিময়ে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
বর্তমানে তর্তুস বন্দর রাশিয়ার নৌবাহিনীর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, সিরিয়ার খমেইমিম বিমান ঘাঁটির ভবিষ্যৎ অবস্থান নিয়ে মস্কো ও দামাস্কাসের মধ্যে আলোচনাও চলছে।
সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে রাশিয়া-সিরিয়া সম্পর্ক এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।