শিরোনাম :
গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার।
আগামী কয়েক দিনের মধ্যে রনেন বার তার পদত্যাগের ঘোষণা দিতে পারে বলে জানায় ইসরাইলের চ্যানেল ১৪। এর আগে গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিল ইসরাইলের সেনা প্রধান হালেভি। এর কয়েকদিন আগে যেদিন যুদ্ধ বিরতি শুরু হয় সেদিন নিজের দল নিয়ে পদত্যাগ করে চরম উগ্রপন্থী মৌলবাদী মন্ত্রী ইতামার বেন গভির সহ তার দলের আরও তিন মন্ত্রী এবং বাকি ৩ এমপি।
গাজায় ইসরাইলের যুদ্ধ পরাজয়ে এভাবে একে একে পদত্যাগ করেছে ইসরাইলের এই যুদ্ধে জড়িতদের এক অংশ।
এই পরিস্থিতি কবে গিয়ে নেতানিয়াহুর চেয়ার ধরে টান দেয় সেটাই দেখার বিষয়।