শিরোনাম :
আন্তর্জাতিক
ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন সম্পর্ক চায় চীন।
চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে চায়।
বেইজিং শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন।
তিনি বলেন, “ চীন-মার্কিন সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা যোগাযোগ বজায় রাখা, সহযোগিতা জোরদার করা এবং পার্থক্যগুলো সঠিকভাবে পরিচালনার মাধ্যমে কাজ করতে চাই।”
গুয়ো আরও বলেন,
নতুন সূচনায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে উভয় দেশ উপকৃত হতে পারে।
ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন,
সম্পর্ক উন্নয়নে যোগাযোগ ও সহযোগিতা অগ্রাধিকার পাবে।