ভারতের ওড়িশা সীমান্তে গোলাগুলিতে ১৪ জন নিহত
ভারতের ছত্তিশগড়ের গারিয়াবন্ধ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী মাওবাদী রয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের মাথার মূল্য ছিল এক কোটি টাকা। এই অভিযানে ছত্তিশগড়ের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), কোবরা ইউনিট এবং ওড়িশার বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নেয়।
সোমবার শুরু হওয়া এই অভিযানে প্রথমে দুই নারী মাওবাদী নিহত হন। এরপর মঙ্গলবার ভোরে মাইনপুর থানা এলাকার একটি জঙ্গলে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে আরও ১২ জন মাওবাদী নিহত হন। অভিযানে কোবরা বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে কুলারিঘাট সংরক্ষিত বন এলাকায় অভিযান শুরু হয়। ওই এলাকাটি ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।