০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :

গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

 

হোয়াইট হাউস গাজায় শাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য একটি নতুন অন্তর্বর্তী বেসামরিক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটির নাম “ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (NCAG)”.
এর নেতৃত্ব দেবেন আলি শা’আথ, যিনি সাবেক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং গাজার বাসিন্দা। তার দায়িত্বের মধ্যে থাকবে জনসেবা পুনরুদ্ধার, সরকারি প্রতিষ্ঠান পুনর্গঠন এবং টেকসই শাসনব্যবস্থা গড়ে তোলা।

এই উদ্যোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুক্তরাষ্ট্র-সমর্থিত বৃহত্তর একটি কাঠামোর দ্বিতীয় ধাপ (Phase Two)-এর অংশ। এই ধাপে গাজায় একটি কার্যকর ও স্থিতিশীল বেসামরিক প্রশাসন গড়ে তোলাই মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, NCAG-এর নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন—

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্টিভ উইটকফ।
জ্যারেড কুশনার।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
মার্ক রোয়ান।
অজয় বঙ্গা।
রবার্ট গ্যাব্রিয়েল।

একই সঙ্গে গাজার কার্যকর শাসন ও উন্নত সেবা নিশ্চিত করতে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গাজার জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। বোর্ডের সদস্যরা হলেন—

স্টিভ উইটকফ।
জ্যারেড কুশনার।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
আলি আল-থাওয়াদি।
জেনারেল হাসান রাশাদ।
টনি ব্লেয়ার।
মার্ক রোয়ান।
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী রীম আল-হাশিমি।
নিকোলাই ম্লাদেনভ।
ইয়াকির গাবায়।
সিগ্রিড কাগ।

এছাড়া, এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নিকোলাই ম্লাদেনভ-কে গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বোর্ড অব পিস ও NCAG-এর মধ্যে মাঠপর্যায়ের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।

নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মেজর জেনারেল জ্যাসপার জেফার্স-কে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)-এর কমান্ডার নিযুক্ত করা হয়েছে। তিনি নিরাপত্তা অভিযান পরিচালনা, পূর্ণ নিরস্ত্রীকরণে সহায়তা এবং মানবিক সহায়তা ও পুনর্গঠন সামগ্রী নিরাপদে পৌঁছানোর দায়িত্ব পালন করবেন।

এছাড়াও হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে এই কাঠামোর আওতায় অতিরিক্ত নিয়োগ ও দায়িত্ব বণ্টনের আরো ঘোষণা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

আপডেট সময় ১২:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

 

হোয়াইট হাউস গাজায় শাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য একটি নতুন অন্তর্বর্তী বেসামরিক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটির নাম “ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (NCAG)”.
এর নেতৃত্ব দেবেন আলি শা’আথ, যিনি সাবেক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং গাজার বাসিন্দা। তার দায়িত্বের মধ্যে থাকবে জনসেবা পুনরুদ্ধার, সরকারি প্রতিষ্ঠান পুনর্গঠন এবং টেকসই শাসনব্যবস্থা গড়ে তোলা।

এই উদ্যোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুক্তরাষ্ট্র-সমর্থিত বৃহত্তর একটি কাঠামোর দ্বিতীয় ধাপ (Phase Two)-এর অংশ। এই ধাপে গাজায় একটি কার্যকর ও স্থিতিশীল বেসামরিক প্রশাসন গড়ে তোলাই মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, NCAG-এর নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন—

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্টিভ উইটকফ।
জ্যারেড কুশনার।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
মার্ক রোয়ান।
অজয় বঙ্গা।
রবার্ট গ্যাব্রিয়েল।

একই সঙ্গে গাজার কার্যকর শাসন ও উন্নত সেবা নিশ্চিত করতে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গাজার জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। বোর্ডের সদস্যরা হলেন—

স্টিভ উইটকফ।
জ্যারেড কুশনার।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
আলি আল-থাওয়াদি।
জেনারেল হাসান রাশাদ।
টনি ব্লেয়ার।
মার্ক রোয়ান।
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী রীম আল-হাশিমি।
নিকোলাই ম্লাদেনভ।
ইয়াকির গাবায়।
সিগ্রিড কাগ।

এছাড়া, এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নিকোলাই ম্লাদেনভ-কে গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বোর্ড অব পিস ও NCAG-এর মধ্যে মাঠপর্যায়ের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।

নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মেজর জেনারেল জ্যাসপার জেফার্স-কে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)-এর কমান্ডার নিযুক্ত করা হয়েছে। তিনি নিরাপত্তা অভিযান পরিচালনা, পূর্ণ নিরস্ত্রীকরণে সহায়তা এবং মানবিক সহায়তা ও পুনর্গঠন সামগ্রী নিরাপদে পৌঁছানোর দায়িত্ব পালন করবেন।

এছাড়াও হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে এই কাঠামোর আওতায় অতিরিক্ত নিয়োগ ও দায়িত্ব বণ্টনের আরো ঘোষণা আসতে পারে।