বাহরাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করল সৌদি আরব
- আপডেট সময় ০২:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 71
সৌদি আরব হঠাৎ করে বাহরাইন থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে। এটি মূলত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সৌদি আরবের চলমান কৌশলগত বিরোধকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
ইয়েমেনি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের এই সিদ্ধান্ত এসেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ওই তথ্যে দাবি করা হয়েছে, আরব আমিরাত বাহরাইনকে এমন একটি ‘প্ল্যাটফর্ম’ হিসেবে গড়ে তুলতে চাইছে, যা আঞ্চলিক কিছু এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হবে এবং যা সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিয়াদের দৃষ্টিতে এটি তাদের নিরাপত্তা বলয়ে একটি ‘রেড লাইন’ লঙ্ঘন।
ফ্রান্সভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক The Dark Box বলছে, বাহরাইনে অবস্থানরত সৌদি সেনা প্রত্যাহার একটি “নিরাপত্তাগত বোমা বিস্ফোরণের” মতো ঘটনা। তাদের মতে, এর মাধ্যমে সৌদি-আমিরাত দ্বন্দ্ব ইয়েমেন ও আফ্রিকার পরিধি ছাড়িয়ে সরাসরি উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে প্রবেশ করেছে।






















