ট্রাম্পের সিদ্ধান্ত: বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশে সই করে আলোড়ন সৃষ্টি করেছেন।
ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় শপথের পর দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেন, “বাইডেন প্রশাসনের গৃহীত সব নীতিমালা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তার ঘোষণা অনুযায়ী, বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
ট্রাম্প তার ভাষণে আরও বলেন, “আমাদের উদ্দেশ্য হলো জনগণের অর্থনৈতিক চাপ কমানো এবং আমেরিকাকে আবার বিশ্ব নেতৃত্বে ফিরিয়ে নেওয়া।” তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ আদেশেও সই করেছেন।
এছাড়া ক্ষমতা ছাড়ার আগে বাইডেনের দেওয়া বিতর্কিত কিছু ক্ষমা আদেশও পর্যালোচনা করে তা বাতিলের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন আছে।