শিরোনাম :
মাদুরোর সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 78
দ্য নিউইয়র্ক টাইমস- এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধের নির্দেশ দেন এবং বিশেষ দূত রিচার্ড গ্রেনেলকে আলোচনায় বিরতি দিতে বলেন।
মাদুরোর পদত্যাগে অস্বীকৃতি ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকারে ক্ষুব্ধ ট্রাম্প এখন সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, ট্রাম্প মার্কিন শক্তির সব উপায় ব্যবহার করে মাদক পাচার রোধে প্রস্তুত এবং মাদুরোকে এ বিষয়ে বারবার সতর্ক করেছেন।






















