শিরোনাম :
সেনাবাহিনীকে গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 87
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে ইসরাইলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ইসরাইলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এ খবর প্রচার করেছে।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনার ২২ দফার প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরাইল সরকার এ নির্দেশ দিল।