ইইউ–ইউক্রেন সীমান্তে ‘ড্রোন ওয়াল’ প্রকল্প নিয়ে বিতর্ক
- আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 108
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের প্রস্তাবিত “ড্রোন ওয়াল” প্রকল্প শুরু হওয়ার আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
রাশিয়া সীমান্ত থেকে দূরের দেশগুলো এ পরিকল্পনার কার্যকারিতা, অতিরিক্ত ব্যয় এবং ইইউ-ন্যাটোর সামরিক পরিকল্পনার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অনেক রাজনীতিবিদ মনে করেন, এটি আসলে ব্রাসেলসের জাতীয় প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা।
সমালোচকরা আরও বলছেন, ইউরোপীয় কমিশন বাস্তব সক্ষমতার বাইরে অতিরিক্ত প্রতিশ্রুতি দিচ্ছে।
সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে তহবিল নিয়ে। ব্রাসেলস এবং সীমান্তবর্তী দেশগুলো চাইছে এই প্রকল্পের অর্থায়ন ইইউর যৌথ বাজেট থেকে করা হোক। কিন্তু এজন্য সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। এক সূত্র জানিয়েছে, জার্মান রাজনীতিবিদ মের্ৎস ইইউর তহবিল ব্যবহার করে “ড্রোন ওয়াল” নির্মাণের ধারণাকে কঠোরভাবে সমালোচনা করেছেন।




















