শিরোনাম :
ইসরায়েলের সিরিয়ার সাথে ঝামেলার মূল উদ্দেশ্য ইরান, নিরাপত্তা চুক্তির খসড়ায় মিললো আভাস
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 119
ইসরাইল সিরিয়ার কাছে নতুন এক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে, যা ১৯৭৯ সালের মিসরের সঙ্গে করা শান্তি চুক্তির আদলে তৈরি। এতে দামেশকের দক্ষিণ-পশ্চিমে ডিমিলিটারাইজড ও নো-ফ্লাই জোন গঠনের বিনিময়ে দখলকৃত বেশিরভাগ এলাকা ছাড়ার কথা বলা হয়েছে—তবে মাউন্ট হারমোন থেকে ইসরাইল কোন ভাবেই সরবেনা।
এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে। সিরিয়া পাল্টা প্রস্তাব প্রস্তুত করছে বলে জানা গেছে।
অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবের মূল ভিত্তি হলো ইসরাইলের জন্য সিরিয়ার ওপর দিয়ে ইরান পর্যন্ত আকাশপথ খোলা রাখা, যাতে ভবিষ্যতে ইরানে সম্ভাব্য হামলা চালাতে সুবিধা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। তবে এখনই সেই সম্ভাবনা খুবই কম বলে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে।










