শিরোনাম :
সুদানের উত্তর দারফুরে আরএসএফের হামলায় ১২০ জন বেসামরিক মানুষ নিহত
উত্তর দারফুরে বুধবার একটি বেসামরিক গাড়ী বহরের উপর র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সামরিক সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে।
গাড়ী বহরটি সদ্য গঠিত একটি নিরপেক্ষ বাহিনী দ্বারা এসকর্ট করা হচ্ছিল, যার মধ্যে সুদান লিবারেশন আর্মি এবং গ্যাদারিং অফ লিবারেশন ফোর্সেসের সদস্যরা ছিল। গাড়ী বহরটি কাবকাবিয়ার কাছাকাছি আক্রমণের শিকার হয়।