আফগানিস্তানে ফের ভূমিকম্প, তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা

- আপডেট সময় ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 10
দুই দিনের মধ্যে আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার নতুন ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে। এর আগে রোববার রাতে ৬ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম। বর্তমানে মৃতের সংখ্যা ১,৪১১ জন ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৩,১২৪ জন। হাজারও ঘরবাড়ি ভেঙে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে, যা আগেরটির কাছাকাছি অবস্থান করছে। এর ফলে পাহাড় ধসে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, যা উদ্ধারকাজকে ব্যাহত করছে।
মানবিক সহায়তা সংস্থা আসিলের কর্মী সাফিউল্লাহ নূরজাই জানিয়েছেন, ভূমিকম্পে আরও অনেকে আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সাংবাদিকদের মতে, প্রায় প্রতিটি বাড়িই ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ৫,৪০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শিশু সংস্থা সেভ দ্য চিলড্রেন জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে, এবং তাদের পরিচালক সামিরা সাঈদ রহমান বলেছেন, দুর্গম গ্রাম থেকে আহতদের উদ্ধার করা এবং ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও আশ্রয় পৌঁছে দেওয়া জরুরি।
পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করতে তালেবান প্রশাসন হেলিকপ্টার ব্যবহার করছে। ইউনিসেফ জানিয়েছে, হাজারো শিশু বিপদে রয়েছে এবং তারা জরুরি সাহায্যের জন্য ওষুধ, গরম কাপড়, তাঁবু এবং অন্যান্য সামগ্রী পাঠাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্তত ১২,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, এবং আফটারশকের আতঙ্কে তাদের দুর্ভোগ আরও বাড়ছে। আসিলের নূরজাই বলেছেন, খাদ্য ও আশ্রয়ের জন্য এখনই জরুরি সহায়তা প্রয়োজন।