শিরোনাম : 
                    
                    ইউরোপের যৌথ যুদ্ধবিমান প্রকল্পে নেতৃত্ব চাই ফ্রান্সের একার হাতে
                              							  খবরের কথা ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় ১০:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
 - / 81
 
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথিতে জানা গেছে, প্যারিস চাইছে ইউরোপের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (FCAS) প্রকল্পে একক নেতৃত্ব—যাতে জার্মানি ও স্পেন কার্যত এক পাশে চলে যায়।
ফরাসি অবস্থান: দাসো এভিয়েশন হবে একমাত্র প্রধান ঠিকাদার। তাদের হাতে থাকবে নকশা নিয়ন্ত্রণ ও মেধাস্বত্ব। ফ্রান্সের যুক্তি—এতে কার্যকারিতা বাড়বে ও বিলম্ব কমবে।
জার্মানি ও স্পেনের উদ্বেগ: দুই দেশই বলছে, তারা সমানভাবে অর্থ দিচ্ছে, তাই নেতৃত্ব ভাগাভাগি না হলে তারা কেবল উপ-ঠিকাদারের ভূমিকায় ঠেলে দেওয়া হবে।
অর্থের হিসাব: এটি ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প—যার খরচ ২০৪০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে ধারণা।
																			
																		
										














