নেতানিয়াহুর হুঁশিয়ারি: আলোচনা ব্যর্থ হলে আবার হামলা হবে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল ফের হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা জানান।
নেতানিয়াহু বলেন, “যুদ্ধবিরতি কেবল সাময়িক। আমাদের অভিযান এখনো শেষ হয়নি। প্রয়োজনে গাজায় আবার হামলার অধিকার আমাদের রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে।” তিনি আরও উল্লেখ করেন, “যদি হামলা আবার শুরু হয়, তা আগের চেয়ে আরও জোরালো হবে।” ভাষণে প্রধানমন্ত্রী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে লক্ষ্য করে সাম্প্রতিক অভিযানের ‘সফলতা’ নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, “আমরা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্র বদলে দিয়েছি।”
এদিন গাজায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। প্রথম ধাপে ইসরায়েল ১ হাজার ৮৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে গাজা থেকে বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি যতই সাময়িক হোক, এটি কৌশলগত সমঝোতার একটি অংশ। তবে নেতানিয়াহুর কড়া বক্তব্য নতুন করে সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী হবে, তা এখনো অনিশ্চিত।