০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

রাশিয়া থেকে ভারতের সস্তা তেল আমদানির নেপথ্যে মুকেশ আম্বানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

 

 

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে খুব সীমিত পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করত ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ২০২২ সালের আগে আমদানির হার ছিল মাত্র ৩ শতাংশ। তবে যুদ্ধ শুরুর পর এ প্রবণতায় ব্যাপক পরিবর্তন আসে। ২০২৫ সালে এসে সেই হার গড়ে পৌঁছেছে প্রায় ৫০ শতাংশে।

বিজ্ঞাপন

ভারতের এই সস্তা তেল আমদানির পেছনে মূল ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্সের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার আর্থিক মূল্য প্রায় ৮.৭ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের তুলনায় ৬৪ শতাংশ বেশি।

রাশিয়ান তেল শোধন করে তৈরি পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ নানা ধরনের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে জামনগর রিফাইনারি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রপ্তানির ৪২ শতাংশ গেছে এমন দেশগুলোতে, যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ইউরোর পণ্য ইউরোপীয় ইউনিয়নে এবং ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া থেকে ভারতের সস্তা তেল আমদানির নেপথ্যে মুকেশ আম্বানি

আপডেট সময় ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

 

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে খুব সীমিত পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করত ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ২০২২ সালের আগে আমদানির হার ছিল মাত্র ৩ শতাংশ। তবে যুদ্ধ শুরুর পর এ প্রবণতায় ব্যাপক পরিবর্তন আসে। ২০২৫ সালে এসে সেই হার গড়ে পৌঁছেছে প্রায় ৫০ শতাংশে।

বিজ্ঞাপন

ভারতের এই সস্তা তেল আমদানির পেছনে মূল ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্সের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার আর্থিক মূল্য প্রায় ৮.৭ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের তুলনায় ৬৪ শতাংশ বেশি।

রাশিয়ান তেল শোধন করে তৈরি পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ নানা ধরনের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে জামনগর রিফাইনারি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রপ্তানির ৪২ শতাংশ গেছে এমন দেশগুলোতে, যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ইউরোর পণ্য ইউরোপীয় ইউনিয়নে এবং ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে।