সুদানে রক্তপাতের শেষ নেই

- আপডেট সময় ০৮:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 6
সুদানের আবু শৌক শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দুই বছর আগে শুরু হওয়া এই সংঘাতের কোনো শেষ দেখা যাচ্ছে না।
২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী (SAF) ও আধাসামরিক বাহিনী আরএসএফ (RSF)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে যুদ্ধ শুরু হয়। সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আরএসএফ দেশজুড়ে সেনাঘাঁটিতে হামলা চালায়।
২০২৫ সালে সেনাবাহিনী রাজধানী খার্তুম পুনর্দখল করে বড় ধরনের সাফল্য পেলেও, আরএসএফ এখনো তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এ লড়াইয়ে ৮৮ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ৩৫ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। খাদ্যসংকট, কলেরার প্রাদুর্ভাব ও শরণার্থী শিবিরে বারবার হামলায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।
এরই মধ্যে সেনারা মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে। তবে আরএসএফ পাল্টা নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় আলাদা ‘শান্তি ও ঐক্যের সরকার’ গঠন করেছে।