রাশিয়া – ইরান নতুন কৌশলগত চুক্তি সম্পাদিত হলো ক্রেমলিনে
সম্প্রতি রাশিয়া এবং ইরান এক বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যা ২০০১ সালের সহযোগিতা চুক্তির পরিবর্তে বলবত হবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পিজেশকিয়ান এই চুক্তির মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে।
এই চুক্তির আওতায় প্রতিরক্ষা, সন্ত্রাসবিরোধিতা, জ্বালানি, অর্থনীতি, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান, ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে মস্কো-তেহরান সম্পর্ক আরও গভীর হবে।
রাশিয়া-ইরানের নতুন চুক্তির মূল কথা:
১. যদি রাশিয়া বা ইরান আক্রমণের শিকার হয়, অন্য দেশটি আক্রমণকারীর সহায়তা করবে না।
২. উভয় দেশ সামরিক ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে।
৩. তারা একসঙ্গে সামরিক মহড়া চালাবে।
৪. উভয় দেশ একে অপরের উপর কোন নিষেধাজ্ঞা দেবে না। অপরপক্ষের দেয়া নিষেধাজ্ঞায় অংশগ্রহণ ও করবেনা।
৫. শুধুমাত্র রাশিয়া ও ইরানের মধ্যে তারা নিজস্ব পেমেন্ট সিস্টেম গড়ে তুলবে। এখানে তৃতীয় কোন দেশ থাকবেনা।
৬. তারা অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণে পরস্পরকে সহযোগিতা করবে।
৭. মিথ্যা তথ্য এবং নেতিবাচক প্রোপাগাণ্ডা মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করবে।