যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

- আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 0
তিন বছর আগে যুক্তরাজ্যের রুয়ান্ডা অভিবাসন পরিকল্পনাকে “অমানবিক” বলে তীব্র সমালোচনা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এখন ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ইইউ দেশগুলো নীরবে একই মডেল গ্রহণ করছে।
ডানপন্থী রাজনৈতিক চাপ ও অভিবাসন সংকট বাড়ায় ব্রাসেলস “বহিরাগত প্রসেসিং” নীতি গ্রহণ করছে। এর আওতায় আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরে রুয়ান্ডা, আলবেনিয়া, উগান্ডা কিংবা উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হবে।
ডেনমার্কের অভিবাসনমন্ত্রী জানান,
ইউরোপের বাইরে অভিবাসী পাঠানোর বিষয়ে বর্তমানে “বিস্তৃত সমর্থন” রয়েছে।
জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসও এই ধরনের পরিকল্পনায় যুক্ত। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে—এগুলো “অকার্যকর ও অমানবিক” প্রস্তাব। তাদের মতে, সরকারগুলো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য পরিকল্পনাগুলো চালু করছে, যা বাস্তবায়নের ব্যয় ও মানবিক ক্ষতির দিক পুরোপুরি উপেক্ষা করছে।