ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা

যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 0

ছবি সংগৃহীত

 

তিন বছর আগে যুক্তরাজ্যের রুয়ান্ডা অভিবাসন পরিকল্পনাকে “অমানবিক” বলে তীব্র সমালোচনা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এখন ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ইইউ দেশগুলো নীরবে একই মডেল গ্রহণ করছে।

ডানপন্থী রাজনৈতিক চাপ ও অভিবাসন সংকট বাড়ায় ব্রাসেলস “বহিরাগত প্রসেসিং” নীতি গ্রহণ করছে। এর আওতায় আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরে রুয়ান্ডা, আলবেনিয়া, উগান্ডা কিংবা উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হবে।

ডেনমার্কের অভিবাসনমন্ত্রী জানান,
ইউরোপের বাইরে অভিবাসী পাঠানোর বিষয়ে বর্তমানে “বিস্তৃত সমর্থন” রয়েছে।

জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসও এই ধরনের পরিকল্পনায় যুক্ত। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে—এগুলো “অকার্যকর ও অমানবিক” প্রস্তাব। তাদের মতে, সরকারগুলো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য পরিকল্পনাগুলো চালু করছে, যা বাস্তবায়নের ব্যয় ও মানবিক ক্ষতির দিক পুরোপুরি উপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

তিন বছর আগে যুক্তরাজ্যের রুয়ান্ডা অভিবাসন পরিকল্পনাকে “অমানবিক” বলে তীব্র সমালোচনা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এখন ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ইইউ দেশগুলো নীরবে একই মডেল গ্রহণ করছে।

ডানপন্থী রাজনৈতিক চাপ ও অভিবাসন সংকট বাড়ায় ব্রাসেলস “বহিরাগত প্রসেসিং” নীতি গ্রহণ করছে। এর আওতায় আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরে রুয়ান্ডা, আলবেনিয়া, উগান্ডা কিংবা উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানো হবে।

ডেনমার্কের অভিবাসনমন্ত্রী জানান,
ইউরোপের বাইরে অভিবাসী পাঠানোর বিষয়ে বর্তমানে “বিস্তৃত সমর্থন” রয়েছে।

জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসও এই ধরনের পরিকল্পনায় যুক্ত। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে—এগুলো “অকার্যকর ও অমানবিক” প্রস্তাব। তাদের মতে, সরকারগুলো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য পরিকল্পনাগুলো চালু করছে, যা বাস্তবায়নের ব্যয় ও মানবিক ক্ষতির দিক পুরোপুরি উপেক্ষা করছে।