মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ।

- আপডেট সময় ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 3
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক নীতি BRICS জোটের ঐক্যে অভূতপূর্ব গতি এনেছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার ইনস্টিটিউট ফর গ্লোবাল ডায়ালগ- এর গবেষক আশরাফ প্যাটেল।
তার মতে, BRICS দীর্ঘদিন ধরেই উন্নয়ন অর্থায়নের বিকল্প ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে ওয়াশিংটনের দ্রুত ও ব্যাপক অর্থনৈতিক নীতি পরিবর্তন এই কর্মসূচিকে আরও গতিশীল করে তুলেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সম্প্রতি ঘোষণা দেন,
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাব কীভাবে দেওয়া যায় সে বিষয়ে তিনি BRICS মিত্রদের সঙ্গে জরুরি পরামর্শ করবেন।
প্যাটেলের মতে,
এটি BRICS ঐক্যের দিকে “আরও দৃঢ় ও কৌশলগত পদক্ষেপ” নির্দেশ করে।
বর্তমানে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারত এই তিন দেশই মার্কিন বাণিজ্য চাপের মুখে রয়েছে৷ যদিও তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে ইতিবাচক।
প্যাটেল সতর্ক করে বলেন, BRICS দেশগুলোকে চাপে রাখার মার্কিন প্রচেষ্টা উল্টো কৌশলগত ভুলে পরিণত হচ্ছে। তিনি উদাহরণ টেনে বলেন, মার্কিন মিত্র ভারতেও শুল্ক আরোপ এবং একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরে যাওয়া বর্তমান ভূ-রাজনৈতিক দ্রুত পরিবর্তন ও BRICS-এর শক্তিশালী ঐক্যের সুস্পষ্ট প্রমাণ।