শিরোনাম :
গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন গড়ে ১০ প্রবীণ আত্মহত্যা করেছেন

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 0
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন গড়ে প্রায় ১০ জন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ আত্মহত্যা করেছেন, এমনটি উঠে এসেছে নতুন একটি চিকিৎসা-ভিত্তিক গবেষণায়।
এই পাঁচ বছরে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে ১৮,০০০ জনেরও বেশি প্রবীণের। শুধু ২০২৩ সালেই প্রবীণদের আত্মহত্যার হার ছিল প্রতি ১ লাখে ৪০.৬ জন, যা তরুণ প্রাপ্তবয়স্কদের চেয়ে ৪৫ শতাংশ বেশি।
গবেষকরা বলছেন, বয়সজনিত অবসাদ, সামাজিক বিচ্ছিন্নতা ও স্বাস্থ্যঝুঁকি এর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি দক্ষিণ কোরিয়ায় প্রবীণ জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।