ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে” পুতিনের কোনো অফিসিয়াল ছুটি নেই, জানাল ক্রেমলিন তুরস্ক-গ্রিস বিরোধ: এজিয়ান সাগরে একতরফা সিদ্ধান্তে তুরস্কের জবাব মোদির সঙ্গে বন্ধুত্ব থেকে শীতল যুদ্ধ: ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প অটোপাইলট দুর্ঘটনায় টেসলার বিরুদ্ধে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানা “শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা: আজ সরাসরি সম্প্রচার” গাজার অবরোধ: ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনির প্রাণহানী “রুদ্ধশ্বাস ফাইনাল: টাইব্রেকারে ব্রাজিলের সাফল্য” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠিত সুদানে খাদ্য সংকট চরমে: ১.২ কোটি মানুষ বাস্তুচ্যুত

তুরস্ক-গ্রিস বিরোধ: এজিয়ান সাগরে একতরফা সিদ্ধান্তে তুরস্কের জবাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

গ্রিস সম্প্রতি এজিয়ান সাগরে নিজের মতো করে কিছু সামুদ্রিক এলাকা “মেরিন পার্ক” ঘোষণা করেছে — যার মানে, ওই এলাকাগুলো তারা পরিবেশ রক্ষার নামে নিয়ন্ত্রণে নিতে চাইছে।

এই সিদ্ধান্তে তুরস্ক ক্ষুব্ধ হয়েছে। তাদের মতে, গ্রিস একতরফাভাবে কাজ করছে এবং আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে।

জবাবে তুরস্কও এখন দুইটি সামুদ্রিক এলাকা “সংরক্ষিত এলাকা” হিসেবে ঘোষণা করেছে।

এই এলাকাগুলো তারা জাতিসংঘে জমা দেওয়া তাদের নিজস্ব মানচিত্রে দেখিয়েছে।

তুরস্ক বলছে, তারা পরিবেশ রক্ষার জন্যই এই কাজ করেছে, কিন্তু তারা এটাও বলেছে — এজিয়ান সাগরে তাদের বৈধ অধিকার আছে এবং কেউ একতরফাভাবে নিয়ন্ত্রণ নিতে চাইলে তা তারা মেনে নেবে না।

তুরস্ক আরও জানিয়েছে, তারা চাইলে পরিবেশ নিয়ে একসাথে কাজ করতে পারে, কিন্তু সেটা তাদের জাতীয় স্বার্থের ক্ষতি না করে হতে হবে।

নিউজটি শেয়ার করুন

তুরস্ক-গ্রিস বিরোধ: এজিয়ান সাগরে একতরফা সিদ্ধান্তে তুরস্কের জবাব

আপডেট সময় ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

 

গ্রিস সম্প্রতি এজিয়ান সাগরে নিজের মতো করে কিছু সামুদ্রিক এলাকা “মেরিন পার্ক” ঘোষণা করেছে — যার মানে, ওই এলাকাগুলো তারা পরিবেশ রক্ষার নামে নিয়ন্ত্রণে নিতে চাইছে।

এই সিদ্ধান্তে তুরস্ক ক্ষুব্ধ হয়েছে। তাদের মতে, গ্রিস একতরফাভাবে কাজ করছে এবং আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে।

জবাবে তুরস্কও এখন দুইটি সামুদ্রিক এলাকা “সংরক্ষিত এলাকা” হিসেবে ঘোষণা করেছে।

এই এলাকাগুলো তারা জাতিসংঘে জমা দেওয়া তাদের নিজস্ব মানচিত্রে দেখিয়েছে।

তুরস্ক বলছে, তারা পরিবেশ রক্ষার জন্যই এই কাজ করেছে, কিন্তু তারা এটাও বলেছে — এজিয়ান সাগরে তাদের বৈধ অধিকার আছে এবং কেউ একতরফাভাবে নিয়ন্ত্রণ নিতে চাইলে তা তারা মেনে নেবে না।

তুরস্ক আরও জানিয়েছে, তারা চাইলে পরিবেশ নিয়ে একসাথে কাজ করতে পারে, কিন্তু সেটা তাদের জাতীয় স্বার্থের ক্ষতি না করে হতে হবে।