কানাডার ফিলিস্তিন সিদ্ধান্তের জবাবে ট্রাম্পের বাণিজ্যিক প্রতিশোধ

- আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার (৩০ জুলাই) তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই কঠোর প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে বাণিজ্যিক শাস্তি হিসেবে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেন ট্রাম্প।
শুক্রবার (১ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে কানাডার পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
মার্ক কার্নির ঘোষণার পরদিন ট্রাম্প মন্তব্য করেছিলেন, “কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা এখন অনেক কঠিন হয়ে যাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটন ও অটোয়ার বাণিজ্য সম্পর্ককে হুমকির মুখে ফেলবে।”
এর আগে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। কার্নি মন্তব্য করেন, “একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখন ধ্বংসের মুখে রয়েছে। এটি রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
এ নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান কার্নি। কিন্তু তার ঘোষণার পরপরই ট্রাম্প প্রশাসন দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কানাডার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে।