ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯ শিশুদের মাঝে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা: রিজওয়ানা হাসান বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, “বাস্তবেই কয়েকটি বিমান গুলি করে নামানো হয়েছিল। চার বা পাঁচটি। আমার ধারণা, মোট পাঁচটি যুদ্ধবিমানই ভূপাতিত করা হয়েছিল।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠনকে দায়ী করে, যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে। এরপর ৭ মে ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও আর্টিলারি গোলাগুলির মতো সামরিক সংঘাত শুরু হয়।

পাকিস্তান একাধিকবার দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি।

জুন মাসে ব্লুমবার্গের এক সাংবাদিক ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের কাছে জানতে চান, পাকিস্তানের ‘ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার’ দাবি কতটা সত্য? উত্তরে চৌহান বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন সেগুলো ভূপাতিত হয়েছিল।” সংখ্যার বিষয়টি তিনি এড়িয়ে গেলেও, যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায় তার মন্তব্যে।

ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসলামাবাদ কোনো বিমান হারানোর কথা স্বীকার না করলেও, কিছু বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই ১০ মে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে তার কূটনৈতিক চেষ্টায়। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান—উভয়ের ওপরই যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” তবে ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই।

সূত্র: টিআরটি গ্লোবাল, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, “বাস্তবেই কয়েকটি বিমান গুলি করে নামানো হয়েছিল। চার বা পাঁচটি। আমার ধারণা, মোট পাঁচটি যুদ্ধবিমানই ভূপাতিত করা হয়েছিল।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠনকে দায়ী করে, যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে। এরপর ৭ মে ভারতীয় যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও আর্টিলারি গোলাগুলির মতো সামরিক সংঘাত শুরু হয়।

পাকিস্তান একাধিকবার দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি।

জুন মাসে ব্লুমবার্গের এক সাংবাদিক ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের কাছে জানতে চান, পাকিস্তানের ‘ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার’ দাবি কতটা সত্য? উত্তরে চৌহান বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন সেগুলো ভূপাতিত হয়েছিল।” সংখ্যার বিষয়টি তিনি এড়িয়ে গেলেও, যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায় তার মন্তব্যে।

ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসলামাবাদ কোনো বিমান হারানোর কথা স্বীকার না করলেও, কিছু বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই ১০ মে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে তার কূটনৈতিক চেষ্টায়। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান—উভয়ের ওপরই যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” তবে ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই।

সূত্র: টিআরটি গ্লোবাল, রয়টার্স