শিরোনাম :
ফ্রান্স সেনেগাল থেকে শেষ সামরিক ঘাঁটিও তুলে নিচ্ছে, পশ্চিম আফ্রিকায় ৬৫ বছরের উপস্থিতির অবসান
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 151
আজ সেনেগালকে তার শেষ সামরিক ঘাঁটি হস্তান্তর করবে ফ্রান্স, এরপর দেশটিতে আর কোনও স্থায়ী ফরাসি ঘাঁটি থাকবে না—ফ্রান্স ২৪ জানিয়েছে।
এর মধ্য দিয়ে ফ্রান্সের ৬৫ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটছে সেনেগালে। এর আগেই ফরাসি বাহিনী মালি, নাইজার ও বুরকিনা ফাসো থেকে প্রত্যাহার করা হয়েছে, যেখানে ফরাসি ঔপনিবেশিক শাসনের প্রতি বিরূপতা বাড়ছে।
প্রায় ৩৫০ জন ফরাসি সেনা, যারা মূলত সেনেগাল সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালাতো, এবার দেশ ত্যাগ করছে। মার্চ থেকে ধাপে ধাপে এই প্রত্যাহার শুরু হয়।
২০২৪ সালের নির্বাচনে বিজয়ের পর প্রেসিডেন্ট বাসির ডিয়োমায় ফাই ফ্রান্সকে ২০২৫ সালের মধ্যে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তবে মালি বা নাইজারের মতো চরম সিদ্ধান্ত না নিয়ে ফাই বলেন, সেনেগাল ফ্রান্সের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে।

























