ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ এক দশক পর চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ ও আহত বহু রংপুরে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ পীরগাছায় বজ্রাঘাতে শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৫ অভিবাসী কর্মী ইন্টারনেট গতিতে নতুন বিশ্বরেকর্ড গড়ল জাপান: সেকেন্ডে স্থানান্তর ১২৫ পেটাবাইট ডেটা জাতীয় নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে: রিজভী সিরিয়ায় পাঁচ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বেড়ে ৩৫০ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

গাজায় টানা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৩ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

গাজা উপত্যকায় ইসরায়েল তাদের টানা হামলা অব্যাহত রেখেছে। বুধবার একদিনেই কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ত্রাণ বিতরণ কেন্দ্রের ভিড় সামলাতে তারা টিয়ার গ্যাস ছোড়ে, যার ফলে হুড়োহুড়ি ও পদদলনের সৃষ্টি হয়।

এ ঘটনার দায় স্বীকার করেনি মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ। বরং সংস্থাটি দাবি করেছে, তাদের কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যা দুর্ঘটনার কারণ।

এদিকে গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। একইদিনে গাজা সিটির অন্য একটি এলাকায় আরও তিনজন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনী একাধিক স্থানে বোমা হামলা চালায়। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গাজা জুড়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।

গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা এবং ত্রাণ বিতরণ কেন্দ্রকে ঘিরে এমন বিপর্যয় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলের চাপের পরও এখনো যুদ্ধবিরতির কোনো আভাস দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, বেসামরিক মানুষ এবং ত্রাণকেন্দ্রগুলোতে হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় টানা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৯৩ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গাজা উপত্যকায় ইসরায়েল তাদের টানা হামলা অব্যাহত রেখেছে। বুধবার একদিনেই কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ত্রাণ বিতরণ কেন্দ্রের ভিড় সামলাতে তারা টিয়ার গ্যাস ছোড়ে, যার ফলে হুড়োহুড়ি ও পদদলনের সৃষ্টি হয়।

এ ঘটনার দায় স্বীকার করেনি মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ। বরং সংস্থাটি দাবি করেছে, তাদের কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যা দুর্ঘটনার কারণ।

এদিকে গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। একইদিনে গাজা সিটির অন্য একটি এলাকায় আরও তিনজন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনী একাধিক স্থানে বোমা হামলা চালায়। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গাজা জুড়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।

গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা এবং ত্রাণ বিতরণ কেন্দ্রকে ঘিরে এমন বিপর্যয় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলের চাপের পরও এখনো যুদ্ধবিরতির কোনো আভাস দেখা যাচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, বেসামরিক মানুষ এবং ত্রাণকেন্দ্রগুলোতে হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।