যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, আক্রমণের জবাবে প্রস্তুত: ইরানি প্রতিরক্ষামন্ত্রী

- আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 5
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং যেকোনো নতুন সামরিক অভিযানের জবাব দিতে প্রস্তুত রয়েছে। সোমবার (১৪ জুলাই) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে ফোনালাপে জেনারেল নাসিরজাদেহ বলেন, “ইরান এই অঞ্চলে যুদ্ধ বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায় না, তবে আক্রমণকারীদের বিরুদ্ধে আমরা কঠোর এবং সজাগ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামি প্রজাতন্ত্র কখনো যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।”
জবাবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, “আমরা মনে করি, পারমাণবিক ইস্যু নিয়ে এমন একটি চুক্তিতে পৌঁছানো উচিত, যা ইরানসহ গোটা অঞ্চলের জন্য কল্যাণকর হবে।” তিনি যুদ্ধবিরতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে আলাপকালে ইরানি প্রতিরক্ষামন্ত্রী ধন্যবাদ জানান মালয়েশিয়ার সরকারকে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত অন্যায্য ও চাপিয়ে দেয়া যুদ্ধে তেহরানের পাশে থাকার জন্য।
নাসিরজাদেহ বলেন, “এই সংকটময় সময়ে ইরানকে সমর্থন করার জন্য আমরা মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ।”
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন তার প্রতিক্রিয়ায় জানান, “ইরান আমাদের কাছে একটি নির্ভরযোগ্য ও বন্ধুপ্রতিম দেশ। আমরা বিশ্বাস করি, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এবং তাই শুরু থেকেই আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।” তিনি আরও বলেন, “ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও ঐক্য অত্যন্ত প্রশংসনীয়।”
বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইরানের এই অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, দেশটি কূটনৈতিক সমাধানের পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রেও সর্বদা প্রস্তুত থাকতে চায়।
সূত্র: মেহের নিউজ