শিরোনাম :
জার্মানির F126 ফ্রিগেট প্রকল্পে বিলম্ব, নির্মাণ বন্ধের দাবি CDU’র

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 7
জার্মানির বড় সামরিক জাহাজ নির্মাণ প্রকল্প F126 ফ্রিগেটে ক্রমাগত বিলম্ব ও প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে।
মূল সমস্যা হচ্ছে কন্ট্রাক্টর ‘ডামেন শিপইয়ার্ডস’ এবং সাবকন্ট্রাক্টরদের মধ্যে IT ইন্টারফেসের ঘাটতি, যার কারণে কাজ থমকে গেছে।
ফেডারেল ডিফেন্স মিনিস্ট্রির এক মুখপাত্র জানিয়েছেন, ডিজাইন ও প্রোডাকশন সফটওয়্যারের সমস্যা ডামেন শিপইয়ার্ডসের ডেলিভারিতে বিলম্ব ঘটাচ্ছে।
এই পরিস্থিতিতে CDU’র আইনপ্রণেতারা পুরো প্রকল্প বন্ধের দাবি তুলেছেন। তারা বলছেন, খরচ ও সময় নষ্ট না করে বরং F127 ফ্রিগেটের উন্নয়নে মনোযোগ দেয়া উচিত, যা উন্নত এজিস এয়ার ডিফেন্স সিস্টেমে সজ্জিত হবে।
F126 প্রকল্পে চারটি নতুন ফ্রিগেট নির্মাণ হবে, যার মধ্যে প্রথমটি ২০২৮ সালের মধ্যে হস্তান্তর হওয়ার কথা ছিল, যা সম্ভব হবে না বলে জানা গেছে।