ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই।

- আপডেট সময় ০৭:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 6
ইউক্রেন সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রক্রিয়ায় আনলো ডিজিটাল রূপান্তর। নতুন ‘Obereg’ নামের একটি স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়েছে, যার মাধ্যমে ১৭ থেকে ২৫ বছর বয়সী সকল পুরুষ নাগরিককে তাদের অজান্তেই সেনা খসড়ার তালিকায় যুক্ত করা হচ্ছে।
কোনো আবেদন বা উপস্থিতির দরকার নেই—সরকারি তথ্যভাণ্ডার যেমন অভিবাসন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেনা রেকর্ডে যুক্ত করছে।
কেউ শারীরিকভাবে অযোগ্য বা আইনি ছাড়প্রাপ্ত হলে, তাকে নিজে উপস্থিত হয়ে তা প্রমাণ করতে হবে। না হলে সে খসড়া তালিকায় থেকে যাবে।
ড্রাফট নোটিশ হাতে না পেলেও, সিস্টেমে ‘ডেলিভারি ব্যর্থ’ হিসেবে চিহ্নিত হলেই তা আইনি দৃষ্টিতে পৌঁছে গেছে বলে ধরা হবে।
আবার, যেসব সৈন্য ইতোমধ্যে খসড়ার আওতায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তাদের জন্য এখনো কোনো নির্ধারিত ‘অবসরের তারিখ’ ঘোষণা করা হয়নি। অর্থাৎ, একবার ঢুকলে দীর্ঘ সময় থাকতে হতে পারে।
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জনবলের ঘাটতি পূরণেই এমন কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।