মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার

- আপডেট সময় ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 2
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিসা নবায়ন সিন্ডিকেট পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছ থেকে শতাধিক পাসপোর্ট ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।
প্রথম অভিযানটি চালানো হয় জালান পুডু এলাকার একটি অফিসে। সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের সবার বৈধ নির্মাণ খাতের ভিসা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিবাসন কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের মধ্যে একজন ছিলেন পুরো সিন্ডিকেটের মূল হোতা, বাকি দুজন কাজ করতেন মধ্যস্থতাকারী হিসেবে। তাদের নাম প্রকাশ না করা হলেও বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
‘জাকির’ নামে এই সিন্ডিকেটের সদস্যরা প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি ২,৫০০ থেকে ৬,০০০ রিঙ্গিত পর্যন্ত নিতেন। প্রায় এক বছর ধরে কুয়ালালামপুর ও আশপাশের এলাকায় বিদেশি শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
একই দিনে দ্বিতীয় অভিযান চালানো হয় আমপাং বারু এলাকায়। সেখান থেকে ‘শহীদ’ নামক আরেকটি সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক।
এই সিন্ডিকেট প্রতিটি ভিজিট পাস (পিএলকেএস) নবায়নের আবেদন থেকে ৮০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করত। অভিযানে তাদের কাছ থেকে একটি পাকিস্তানি, একটি ভিয়েতনামি, একটি মিয়ানমার, একটি বাংলাদেশি এবং একটি শ্রীলঙ্কান পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও, ২৪টি সন্দেহজনক মালয়েশিয়া পাস স্টিকার এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুত্রজায়ার ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।
মালয়েশিয়ান অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে অবৈধ ভিসা নবায়ন সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।