শান্তি রক্ষায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে পাকিস্তান: পাক প্রধানমন্ত্রী

- আপডেট সময় ১২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 2
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দেশের অটল সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সহযোগিতা জোরদার করবে।
আজারবাইজানের খানকেন্দিতে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইকো) সম্মেলনের ফাঁকে শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকে শেহবাজ শরিফ সম্প্রতি ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভূমিকার প্রশংসা করেন এবং জানান, পাকিস্তান সবসময় ইরানের পাশে থাকবে ও সমর্থন অব্যাহত রাখবে।
এ সময় দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে চলমান সহযোগিতা, পূর্ববর্তী বৈঠকে নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে তারা ইসরায়েলের অবৈধ ও উসকানিমূলক আগ্রাসনের কারণে সৃষ্ট সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। শেহবাজ শরিফ ইরানকে সাধুবাদ জানান ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে সাহসী ভূমিকার জন্য এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শরিফ বলেন, ইসলামাবাদ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রতিও আন্তরিক শুভেচ্ছা জানান।
জবাবে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েল যুদ্ধের সময় আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমনে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ জানান।
এর আগে ইকো সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যেও এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।