০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইরানের মতো ইয়েমেনের হুতি গোষ্ঠীকে বিমান হামলার হুমকি দিলো ইসরায়েল-যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 130

ছবি সংগৃহীত

 

 

দখলদার ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইরানের মতোই ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রও ইয়েমেনে বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক এক্স বার্তায় বলেন, “ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার মতোই ইয়েমেনের হুতিদের ওপর আঘাত আসবে। ইয়েমেনের সাথেও তেহরানের মতোই আচরণ করা হবে। যে হাত ইসরায়েলের বিরুদ্ধে উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।”

সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই এই হুমকি দিয়েছে তেলআভিব। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তাদের বিমান বাহিনী প্রতিহত করেছে।

ইসরায়েলের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইয়েমেনে বি-২ বোমারু বিমান দিয়ে হামলার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি এক্স বার্তায় লিখেছেন, “আমরা ভেবেছিলাম ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে, কিন্তু হুতিরা আবারো আক্রমণ চালিয়েছে। সৌভাগ্যবশত আমরা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। হয়তো বি-২ বোমারু বিমানগুলোর ইয়েমেন সফরের সময় হয়েছে!”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা বা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতিরা লোহিত সাগর, আদেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সেই সঙ্গে বাণিজ্যিক জাহাজগুলোকেও আক্রমণ করে যাচ্ছে তারা।

সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

ইরানের মতো ইয়েমেনের হুতি গোষ্ঠীকে বিমান হামলার হুমকি দিলো ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

দখলদার ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইরানের মতোই ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রও ইয়েমেনে বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক এক্স বার্তায় বলেন, “ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার মতোই ইয়েমেনের হুতিদের ওপর আঘাত আসবে। ইয়েমেনের সাথেও তেহরানের মতোই আচরণ করা হবে। যে হাত ইসরায়েলের বিরুদ্ধে উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।”

সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই এই হুমকি দিয়েছে তেলআভিব। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তাদের বিমান বাহিনী প্রতিহত করেছে।

ইসরায়েলের দিকে এই ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইয়েমেনে বি-২ বোমারু বিমান দিয়ে হামলার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি এক্স বার্তায় লিখেছেন, “আমরা ভেবেছিলাম ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে, কিন্তু হুতিরা আবারো আক্রমণ চালিয়েছে। সৌভাগ্যবশত আমরা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। হয়তো বি-২ বোমারু বিমানগুলোর ইয়েমেন সফরের সময় হয়েছে!”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা বা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতিরা লোহিত সাগর, আদেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সেই সঙ্গে বাণিজ্যিক জাহাজগুলোকেও আক্রমণ করে যাচ্ছে তারা।

সূত্র: আনাদোলু