ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এ তথ্য দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব।’ তবে চুক্তির বিস্তারিত শর্ত তিনি প্রকাশ করেননি।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। ট্রাম্পের ভাষায়, ‘আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো আর কিছু আসবে না। বরং প্রত্যাখ্যান করলে তাদের ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এর জবাবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ভয়াবহ হামলা চালাতে শুরু করে, যা এখনও চলছে।

হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৫৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লাখের বেশি।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে কি না, সেটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। একইভাবে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর মধ্যে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের আগে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধ করতে চান, আমি সেটি বিশ্বাস করি।’

তবে ট্রাম্প আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি কঠোর মনোভাব বজায় রাখবেন।

এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রির সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১০:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এ তথ্য দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব।’ তবে চুক্তির বিস্তারিত শর্ত তিনি প্রকাশ করেননি।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। ট্রাম্পের ভাষায়, ‘আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো আর কিছু আসবে না। বরং প্রত্যাখ্যান করলে তাদের ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এর জবাবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ভয়াবহ হামলা চালাতে শুরু করে, যা এখনও চলছে।

হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৫৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লাখের বেশি।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে কি না, সেটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। একইভাবে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর মধ্যে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের আগে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধ করতে চান, আমি সেটি বিশ্বাস করি।’

তবে ট্রাম্প আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি কঠোর মনোভাব বজায় রাখবেন।

এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রির সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।