০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে: আইএইএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সিবিএস নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তেল আবিব দাবি করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখতে এই হামলা চালানো হয়েছে। তবে তেহরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের হামলার পরপরই যুক্তরাষ্ট্রও তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, হামলায় স্থাপনাগুলোতে ‘গুরুতর’ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। কিন্তু আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, ‘‘কিছু স্থাপনা এখনো অক্ষত রয়েছে,’’ যা ইরানকে আবারও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সক্ষম করে তুলতে পারে।

গ্রোসি জানান, ইরান কয়েক মাসের মধ্যে, এমনকি এরও কম সময়ে, তাদের কিছু সেন্ট্রিফিউজ পুনরায় চালু করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে। এ নিয়ে শুক্রবার তাঁর দেয়া এক সাক্ষাৎকারের বিবরণ সিবিএস নিউজ গতকাল প্রকাশ করে।

একইসঙ্গে বিশেষজ্ঞদের মনে আরেকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে—হামলার আগে ইরান তাদের প্রায় ৪০৮ দশমিক ৬ কেজি (৯০০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পুরোটা বা অংশবিশেষ সরিয়ে নিতে পেরেছিল কি না।

এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ, যা বেসামরিক ব্যবহারের জন্য তুলনামূলকভাবে বেশি হলেও পারমাণবিক অস্ত্রের উপযোগী মানের তুলনায় এখনও কিছুটা কম। তবে এটি আরও পরিশোধন করে ৯০ শতাংশ মাত্রায় পৌঁছালে তাত্ত্বিকভাবে ৯টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

গ্রোসি বলেন, ‘‘আমরা জানি না এই উপাদান এখন কোথায় আছে। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে।’’

 

নিউজটি শেয়ার করুন

ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে: আইএইএ

আপডেট সময় ১১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সিবিএস নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তেল আবিব দাবি করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখতে এই হামলা চালানো হয়েছে। তবে তেহরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের হামলার পরপরই যুক্তরাষ্ট্রও তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, হামলায় স্থাপনাগুলোতে ‘গুরুতর’ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। কিন্তু আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, ‘‘কিছু স্থাপনা এখনো অক্ষত রয়েছে,’’ যা ইরানকে আবারও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সক্ষম করে তুলতে পারে।

গ্রোসি জানান, ইরান কয়েক মাসের মধ্যে, এমনকি এরও কম সময়ে, তাদের কিছু সেন্ট্রিফিউজ পুনরায় চালু করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে। এ নিয়ে শুক্রবার তাঁর দেয়া এক সাক্ষাৎকারের বিবরণ সিবিএস নিউজ গতকাল প্রকাশ করে।

একইসঙ্গে বিশেষজ্ঞদের মনে আরেকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে—হামলার আগে ইরান তাদের প্রায় ৪০৮ দশমিক ৬ কেজি (৯০০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পুরোটা বা অংশবিশেষ সরিয়ে নিতে পেরেছিল কি না।

এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ, যা বেসামরিক ব্যবহারের জন্য তুলনামূলকভাবে বেশি হলেও পারমাণবিক অস্ত্রের উপযোগী মানের তুলনায় এখনও কিছুটা কম। তবে এটি আরও পরিশোধন করে ৯০ শতাংশ মাত্রায় পৌঁছালে তাত্ত্বিকভাবে ৯টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

গ্রোসি বলেন, ‘‘আমরা জানি না এই উপাদান এখন কোথায় আছে। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে।’’