ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

গাজায় দিনভর ইসরায়েলি হামলায় নিহত ৭২, আহত ১৭৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 21

ছবি: সংগৃহীত

 

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল শুক্রবার (২৮ জুন) দিনভর গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে ৭২ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের হিসাবমতে, সোমবার পর্যন্ত এই অভিযানে মোট ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৬৩২ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। সেই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং হামাস ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এই হামলার প্রতিশোধ ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্য নিয়ে ওই দিন থেকেই গাজায় অভিযান চালাতে থাকে আইডিএফ।

প্রায় ১৫ মাসের টানা অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দুই মাসের মধ্যে ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে। দ্বিতীয় দফায় আড়াই মাসের অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৮ জন নিহত এবং ২০ হাজার ৫৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য সামরিক অভিযান চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে আইডিএফ।

গাজায় চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের আদালত আইসিজে-ও। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করে জিম্মিদের মুক্ত করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

গাজায় দিনভর ইসরায়েলি হামলায় নিহত ৭২, আহত ১৭৪

আপডেট সময় ১২:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল শুক্রবার (২৮ জুন) দিনভর গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে ৭২ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের হিসাবমতে, সোমবার পর্যন্ত এই অভিযানে মোট ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৬৩২ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। সেই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং হামাস ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এই হামলার প্রতিশোধ ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্য নিয়ে ওই দিন থেকেই গাজায় অভিযান চালাতে থাকে আইডিএফ।

প্রায় ১৫ মাসের টানা অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দুই মাসের মধ্যে ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে। দ্বিতীয় দফায় আড়াই মাসের অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৮ জন নিহত এবং ২০ হাজার ৫৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য সামরিক অভিযান চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে আইডিএফ।

গাজায় চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের আদালত আইসিজে-ও। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করে জিম্মিদের মুক্ত করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি