ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলেও সতর্ক করে দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাবকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলেও সতর্ক করে দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাবকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।