০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 60

ছবি সংগৃহীত

 

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলেও সতর্ক করে দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাবকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলেও সতর্ক করে দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাবকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।