০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস করবে না ইরান: ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের খামেনির প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”

এই হুঁশিয়ারির মধ্যেই ইরানের রাজধানী তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও, যেটির সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

জবাবে মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এরপর ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক মিসাইল ইসরায়েলি বিমানঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে।

ইতোমধ্যে এই সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পরিস্থিতি দ্রুতই আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, গত চার দিনে দেশটি ইউরোপের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে, যা সম্ভাব্য সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহল এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।

 

নিউজটি শেয়ার করুন

জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস করবে না ইরান: ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের খামেনির প্রতিক্রিয়া

আপডেট সময় ১২:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”

এই হুঁশিয়ারির মধ্যেই ইরানের রাজধানী তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও, যেটির সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

জবাবে মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এরপর ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক মিসাইল ইসরায়েলি বিমানঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে।

ইতোমধ্যে এই সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পরিস্থিতি দ্রুতই আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, গত চার দিনে দেশটি ইউরোপের বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে, যা সম্ভাব্য সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহল এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।