ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

তেহরানে ইসরাইলি আঘাত: জ্বালানি ডিপোয় অগ্নিকাণ্ড, আতঙ্কে নগরবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

ইরানের রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমাঞ্চলে অবস্থিত শাহরান জ্বালানি ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলি হামলার পর রাতেই সেখানে আগুন লাগে। যদিও জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরনা দাবি করেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আল–জাজিরা জানিয়েছে, তেহরানের ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়ে। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রতিবেদনে তা নিশ্চিত করেছে আল–জাজিরা।

সাম্প্রতিক সময়ে ইসরাইল একাধিকবার ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইরানও এর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাল্টা হামলায় ইসরাইলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন ও সরবরাহ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

তবে এসব হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আইআরজিসির বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে ইরান আরও ‘তীব্র ও ব্যাপক’ পাল্টা আক্রমণ চালাবে।

এই পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। আল–জাজিরার বরাতে জানা যায়, ইরানে এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন শিশু। অন্যদিকে ইসরাইলে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা উভয়পক্ষেই শতাধিক।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে কূটনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহলের সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

তেহরানে ইসরাইলি আঘাত: জ্বালানি ডিপোয় অগ্নিকাণ্ড, আতঙ্কে নগরবাসী

আপডেট সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

ইরানের রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমাঞ্চলে অবস্থিত শাহরান জ্বালানি ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলি হামলার পর রাতেই সেখানে আগুন লাগে। যদিও জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরনা দাবি করেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আল–জাজিরা জানিয়েছে, তেহরানের ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়ে। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রতিবেদনে তা নিশ্চিত করেছে আল–জাজিরা।

সাম্প্রতিক সময়ে ইসরাইল একাধিকবার ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইরানও এর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাল্টা হামলায় ইসরাইলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন ও সরবরাহ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

তবে এসব হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আইআরজিসির বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে ইরান আরও ‘তীব্র ও ব্যাপক’ পাল্টা আক্রমণ চালাবে।

এই পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। আল–জাজিরার বরাতে জানা যায়, ইরানে এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন শিশু। অন্যদিকে ইসরাইলে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা উভয়পক্ষেই শতাধিক।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে কূটনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহলের সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে।