শিরোনাম :
তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ
চীনের অত্যাধুনিক ভারী বস্তু বহনকারী জাহাজ নির্মাণ
চীন দ্রুতগতিতে বিশেষায়িত বার্জ জাহাজ নির্মাণ করছে। এটি মূলত জলপথে সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।
নেভাল নিউজ জানিয়েছে, চীনের গুয়াংজু শিপইয়ার্ডে অন্তত পাঁচটি এমন জাহাজ নির্মাণ করা হচ্ছে।
১২০ মিটার লম্বা এই বার্জগুলোতে রয়েছে রাস্তার মতো ব্রিজ, যা ভারী সামরিক সরঞ্জাম, যেমন ট্যাংক, প্রত্যন্ত বা প্রবেশ করা যায়না এমন সৈকতে সরাসরি পৌঁছানোর সক্ষমতা প্রদান করবে।
এই অত্যাধুনিক প্রযুক্তি চীনকে বৃহৎ আকারে আক্রমণ পরিচালনার ক্ষমতা দিবে।
ফলে চীনের এই পদক্ষেপ তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: কোভার্টশোরস, নেভাল নিউজ