ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা” হুথিদের নতুন নৌ ক্রুজ মিসাইল ‘সাইয়াদ’, লোহিত সাগরে নতুন গেম চেঞ্জার গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ‘মন ও মানসিকতার যুদ্ধেও জয়ী’ হওয়ার দাবি ইরানের বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা

যুক্তরাষ্ট্রে অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

 

জনপ্রিয় মার্কিন অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে গত ১ জুন রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছে হলিউড অঙ্গন।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সান আন্তোনিও পুলিশ জানায় সিগফ্রেডো সেজা আলভারেজ নামে জসের এক প্রতিবেশী অভিনেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জসের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও পরে তাকে তার বাসভবনের কিছু দূর থেকে আটক করা হয়েছে। তার গাড়ি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাতে শহরের দক্ষিণাঞ্চলের একটি বাসায় জস ও তার প্রতিবেশীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলভারেজ হঠাৎ বন্দুক বের করে জসকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যান।

এই ঘটনার নেপথ্যে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

এদিকে, অভিনেতার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেস জানিয়েছেন, তারা দুজনই সমকামী হওয়ায় প্রতিবেশীর কাছ থেকে দীর্ঘদিন ধরে নানা রকম হয়রানির শিকার হচ্ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণামূলক অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।

জোনাথন জসের কর্মজীবন ছিল বৈচিত্র্যময় ও সফল। তিনি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’-এ জন রেডকর্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’-এ চিফ কেন হোটেট, ‘তুলসা কিং’, ‘রে ডোনোভান’, ‘ট্রু গ্রিট’, এবং ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’-এর মতো জনপ্রিয় সিরিজ ও সিনেমায় তিনি অভিনয় করেছেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই এ ঘটনাকে যুক্তরাষ্ট্রে বিদ্যমান বৈষম্য ও সহিংস সংস্কৃতির একটি করুণ উদাহরণ হিসেবে দেখছেন।

পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আটক রেখেছে এবং প্রাথমিকভাবে এই ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।

জোনাথন জসের মৃত্যু শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, বরং এটি আমেরিকার সমকামী কমিউনিটির প্রতি বিদ্বেষের একটি বেদনাদায়ক চিত্র এমনটাই মত বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

 

জনপ্রিয় মার্কিন অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে গত ১ জুন রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছে হলিউড অঙ্গন।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সান আন্তোনিও পুলিশ জানায় সিগফ্রেডো সেজা আলভারেজ নামে জসের এক প্রতিবেশী অভিনেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জসের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও পরে তাকে তার বাসভবনের কিছু দূর থেকে আটক করা হয়েছে। তার গাড়ি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাতে শহরের দক্ষিণাঞ্চলের একটি বাসায় জস ও তার প্রতিবেশীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলভারেজ হঠাৎ বন্দুক বের করে জসকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যান।

এই ঘটনার নেপথ্যে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

এদিকে, অভিনেতার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেস জানিয়েছেন, তারা দুজনই সমকামী হওয়ায় প্রতিবেশীর কাছ থেকে দীর্ঘদিন ধরে নানা রকম হয়রানির শিকার হচ্ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণামূলক অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।

জোনাথন জসের কর্মজীবন ছিল বৈচিত্র্যময় ও সফল। তিনি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’-এ জন রেডকর্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’-এ চিফ কেন হোটেট, ‘তুলসা কিং’, ‘রে ডোনোভান’, ‘ট্রু গ্রিট’, এবং ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’-এর মতো জনপ্রিয় সিরিজ ও সিনেমায় তিনি অভিনয় করেছেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই এ ঘটনাকে যুক্তরাষ্ট্রে বিদ্যমান বৈষম্য ও সহিংস সংস্কৃতির একটি করুণ উদাহরণ হিসেবে দেখছেন।

পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আটক রেখেছে এবং প্রাথমিকভাবে এই ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।

জোনাথন জসের মৃত্যু শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, বরং এটি আমেরিকার সমকামী কমিউনিটির প্রতি বিদ্বেষের একটি বেদনাদায়ক চিত্র এমনটাই মত বিশ্লেষকদের।