১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা প্রস্তুতি সৌদি আরবের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

বিশ্ব মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় আনুষ্ঠানিকতা পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৪ জুন)। আরবি ক্যালেন্ডারের ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিকতা। হজ পালনে ইতোমধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি সরকার এবারের হজে পরিবহন ও নিরাপত্তায় নজিরবিহীন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে। প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সুবিধা দিতে চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। হজের সাতদিনে ট্রেনটি ৪৯০০ বার চলবে।

বিজ্ঞাপন

এছাড়া, ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোর ওপর প্রযুক্তিগত তদারকি চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, যানবাহন পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা হজযাত্রীদের মক্কা, মদিনা ও অন্যান্য পবিত্র স্থানসমূহে দ্রুত গমনাগমনে সহায়তা করবে।

হজ চলাকালে যোগাযোগব্যবস্থা উন্নত রাখতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশে উন্নীত করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট সেবায় স্থাপন করা হয়েছে ১০,৫০০টি ওয়াইফাই পয়েন্ট।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং যাতায়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা একযোগে কাজ করছে। হজ চলাকালে প্রতিটি পয়েন্টে থাকবে স্বাস্থ্য টিম ও জরুরি সহায়তা ইউনিট।

সবমিলিয়ে, প্রযুক্তি, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এবারের হজ যেন নিরাপদ, নির্বিঘ্ন ও স্মরণীয় হয়, সে লক্ষ্যে সৌদি সরকার তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা প্রস্তুতি সৌদি আরবের

আপডেট সময় ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

বিশ্ব মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় আনুষ্ঠানিকতা পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৪ জুন)। আরবি ক্যালেন্ডারের ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিকতা। হজ পালনে ইতোমধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি সরকার এবারের হজে পরিবহন ও নিরাপত্তায় নজিরবিহীন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে। প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সুবিধা দিতে চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। হজের সাতদিনে ট্রেনটি ৪৯০০ বার চলবে।

বিজ্ঞাপন

এছাড়া, ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোর ওপর প্রযুক্তিগত তদারকি চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, যানবাহন পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা হজযাত্রীদের মক্কা, মদিনা ও অন্যান্য পবিত্র স্থানসমূহে দ্রুত গমনাগমনে সহায়তা করবে।

হজ চলাকালে যোগাযোগব্যবস্থা উন্নত রাখতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশে উন্নীত করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট সেবায় স্থাপন করা হয়েছে ১০,৫০০টি ওয়াইফাই পয়েন্ট।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং যাতায়াতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা একযোগে কাজ করছে। হজ চলাকালে প্রতিটি পয়েন্টে থাকবে স্বাস্থ্য টিম ও জরুরি সহায়তা ইউনিট।

সবমিলিয়ে, প্রযুক্তি, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এবারের হজ যেন নিরাপদ, নির্বিঘ্ন ও স্মরণীয় হয়, সে লক্ষ্যে সৌদি সরকার তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।