শিরোনাম :
গাজায় ই/স/রা/য়ে/লি স্নাইপার হামলায় সাংবাদিক সাঈদ আবু নাভহান নি’হত
১০ জানুয়ারি, ওয়ার্কিং জার্নালিস্টস ডে-তে গাজায় ইসরায়েলি স্নাইপার হামলায় আনাদোলু এজেন্সির ফ্রিল্যান্স ক্যামেরাম্যান সাঈদ আবু নাভহান নিহত হন।
ঘটনার ফুটেজে দেখা যায়, একটি বাড়ি থেকে আহত একজনকে স্ট্রেচারে করে সাহায্যকর্মীরা বের করে আনছেন। কাছেই সাঈদ আবু নাভহান তার ক্যামেরা দিয়ে ঘটনাটি ধারণ করার সময় দৌড়ানোর চেষ্টা করছিলেন।
ঠিক সেই মুহূর্তে দূরপাল্লার রাইফেল থেকে ছোড়া গুলিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে মাটিতে পড়ে গিয়ে স্থির হয়ে থাকতে দেখা যায়।